টেক জগতে আপনাদের কে স্বাগতম।এই টপিকটি মূলত হলো আপনি কিভাবে ফেইসবুক মার্কেটপ্লেস ব্যাবহার করে অনেক ধরনের পন্য বিক্রি বা কিনতে পারবেন।
আপনি ৩ রকম প্রোডাক্ট কেনা বেচা করতে পারেন।অর্থ্যাৎ সেগুলো হলোঃ
1ঃ নতুন প্রোডাক্ট কেনা/বেচা
২ঃ পুরাতন প্রডাক্ট বেচা/কেনা
৩ঃ প্রায় নতুন প্রডাক্ট কেনা/বেচা
ফেইসবুকের এই মার্কেটে আপনি যেকোনো সময় যেকোনো পন্য বিক্রি করতে পারবেন খুব সহজে।এখানে আপনি কোনো পন্যসামগ্রী কিনতে চাইলে আপনাকে কোনো প্রকার সার্ভিস চার্জ বা ফি দিতে হবে না।অন্যদিকে আবার আপনি যদি কোনো প্রোডাক্ট সেল পোস্ট করেন তাহলে সেটি ফেসবুক কর্তৃপক্ষ কতৃক এপ্রোভ হবার জন্য অপেক্ষা করতে হবেনা।সাথে সাথে সেটি মার্কেট এ লিস্টেড হয়ে যাবে।
সুতরাং এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেইসবুক মার্কেট প্লেসে যেকোনো পন্য কিনতে বা বিক্রি করতে পারেন।
শুরুতেই দেখানো হবে কিভাবে প্রোডাক্ট সেল করার জন্য পোস্ট করবেন।
★★★প্রথমে আপনি ফেসবুকে ডুকবেন
তারপর আপনি একটু নিচে দেখতে পারবেন লেখা আছে "Marketplace"
★★★তারপর এটিতে ক্লিক করে ডুকবেন।
★★★ডুকার পর আপনার সামনে এমন পেজ আসবে যেখানে লেখা আসবে Sell,Categories and Inbox.
এখানে দেখতে পারবেন ৫ টি অপশন রয়েছে। এগুলো হলোঃ-
১:- ম্যান হেড সিম্বল অর্থাৎ আপনার আইটেম।যেখানে আপনআইটেম গুলো দেখতে পারবেন আবার আপনি কোনো পন্য যদি মার্কেটে লিস্ট করতে চান তাহলে ' Create New Listing' এ ক্লিক করবেন তারপর নিচের দেখানো চিত্রের মতোন আসবে-
তারপরে আপনি ঐ পেজে দেখতে পারবেন
(ফটো)
- Catagory- যেখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন।
- What Are sellingling- এখানে আপনি কি সেল করবেন সেটির নাম এবং টাইটেল দিবেন।
- Price অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টের মূল্য টা লিখে দিবেন।
- location অর্থাৎ আপনি আপনার লোকেশন দিবেন।আপনি যেখানে থাকবেন আছেন বা থাকেন।
- Description - আপনার পন্যের সকল বিস্তারিত বিবরন লিখবেন এবং প্রডাক্টের কোয়ালিটি দিবেন।
- Availability -আপনার কতগুলা প্রডাক্ট সেল করবেন তার সংখ্যা
- Add photos -এড ফটো থেকে আপনার প্রডাক্টের ছবি গুলো এড করে দিবেন। এতে করে ক্রেতার চাহিদামতো বুঝতে এবং আপনারো বিক্রি করতে সুবিধা হবে।
- Publish -সর্বশেষে পাবলিশ ক্লিক করলেই ফেইসবুক মার্কেটে আপনার পন্যের পোস্ট টি পাবলিশ হয়ে যাবে।
আপনি এভাবেই আপনার যেকোনো পন্য বিক্রির জন্য সেল পোস্ট করতে পারেন।
অন্য দিকে কোনো ক্রেতা এই মার্কেটে কিছু কিনতে আসলে তার সার্চ অনুসারে আপনার পন্য তার চাহিদা মোতাবেক হলেই তার কাছে পৌঁছাবে এবং সে আপনার সাথে যোগাযোগ করে আপনার পন্য টি সে কিনে নিবে।
পন্যগুলো আপনি বিক্রির পর সরাসরি দেখা করে দিতে পারেন।
নাহলে আপনি কুরিয়ারে পাঠাতে পারেন।
এক্ষেত্রে তিনি ক্যাশ কন্ডিশনে পন্য হাতে পেয়ে টাকা দিবে।